মনব জমিন চলচ্চিত্রের সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে

সত্যজি চক্রবর্তী খবর ২৪: মনব জমিন চলচ্চিত্রের সাংবাদিক সম্মেলন করলেন শ্রীমতি বন্দনা ঘোষ নিবেদিত মনোমায়া ফিল্ম প্রযোজিত মানব জমিন লেখক ও পরিচালক জয়দেব ঘোষের. এই চলচ্চিত্রে অভিনয় করেছেন – দেবেশ রায়চৌধুরী মাস্টার বিবাস্বন মাস্টার সৌরভ ও কুশিলভ প্রেমাঙ্কুর দিব্যেন্দু সঙ্গীতা নীলাদ্রি সুরজিৎ অতিথি খুসবু ও সুমিত.প্লে ব্যাক সিঙ্গার শোভন গাঙ্গুলী / রাজকুমার রায় / সঞ্জয় মন্ডল / শুভায়ু ভট্টাচার্য : লিরিক – জয়দেব ঘোষ/মিউজিক ডিরেক্টর – রাজা চৌধুরী / ডিওপি – সুদীপ্ত ভট্টাচার্য্য.লেখক ও পরিচালক জয়দেব ঘোষ সাংবাদিকদের বলেন আমার চলচ্চিত্রের সারাংশ স্বাধীনতার উত্তর-উত্তর বিশেষ করে হিন্দু-মুসলিমদের মধ্যে হানাহানি পাশাপাশি অন্য ধর্মের মধ্যে যে প্রভাব পড়ছে তাদের কে কেন্দ্র করে এক পরিপূর্ন গল্প দিয়েই সিনেমার কাঠামো তৈরী করা হয়েছে. অনতি বিলম্বে ছবিটি প্রেক্ষাগৃহে দেখানো হবে. তার আগে আমার প্রডাকশন একটা সাংবাদিক সম্মেলন করে প্রমো দেখাবে.