বৃষ্টি মানি না, মানি না বিজেপির চোখ রাঙানি।মানবো না অতিরিক্ত দাম

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: আজ দেশের মানুষ বিপদে, জননেত্রী মমতা ব্যানার্জীর মন ব্যাথিত। কর্মীদের নির্দেশ দিলেন। পথে নামো। গর্জে ওঠো।রান্নার গ্যাস এর দাম বেড়েছে মানুষের কষ্ট হচ্ছে। প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল ও সাধারণ মানুষ।গর্জে উঠেছে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস পরিবার।চন্ডীতলা দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে, বৃষ্টিকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল।উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত ও কার্য পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি দাদা।

