মানবাধিকার কর্মী জয়দেব দাসের শুনানী আগামী ৩০শে মার্চ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: মানবাধিকার কর্মী জয়দেব দাস দীর্ঘ কয়েকমাস পুলিশ হেফাজতে। সোমবার আলিপুর জর্জেস কোর্টে জয়দেব দাসের শুনানি হয়। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে মহামান্য আদালত আগামী ৩০শে মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করে। সোমবার আদালতে হাজির ছিলেন মানবাধিকার সংগঠনের সভাপতি দয়াময় বিশ্বাস সহ কর্মীবৃন্দরা।