মানুষের সেবায় উন্নয়নের আম্বুলেন্স

অনুপ কুমার বর্ধন খবর ২৪: কোরোনার আতঙ্কেই বার্ষিক শিবকালী পুজোয় বেলঘরিয়ার উন্নয়ন ক্লাব মানুষের সেবায় অতি প্রয়োজনীয় আম্বুলেন্স বর্তমান পরিস্তিতির দিকে তাকিয়ে শুভ উদ্বোধন হলো নবম বর্ষের এই পার্বনে স্থানীয় অঞ্চলের আগ্রহ থাকলেও কোরোনার জন্য সমস্ত নিরাপত্তার স্বার্থে দুস্থদের বস্ত্র বিতরণ সহ একাধিক কর্ম সূচিতে পরিবতন করে আম্বুলেন্সের উদ্বোধন করা হলো বলে জানালেন উন্নয়ন ক্লাব সম্পাদক সন্দীপ দাস আম্বুলেন্সটির উদ্বোধন করেন কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা বিশিষ্ট সমাজসেবী সোমনাথ রায় চৌধুরী প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সহ বিশিষ্ট গুণীজন

