“চাপাটির মধ্যে করে” মা মেহবুবা মুফতিকে গোপন চিঠি পাঠিয়েছিলেন তাঁর মেয়ে!

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়া দিল্লি: একটি দীর্ঘ বিবৃতি দিয়ে মা মেহবুবা মুফতির গত কয়েকমাসের দুর্দশার কথা তুলে ধরলেন তাঁর মেয়ে ইলতিজা মুফতি। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Mehbooba Mufti) মেয়ের অভিযোগ, গত কয়েক মাস ধরে কাশ্মীরের (Kashmir) মানুষজনও “মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন এবং মারাত্মক অর্থনৈতিক ও মানসিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন”। ইলতিজা মুফতি (Iltija Mufti) মেহবুবা মুফতির অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে টুইট করে বলেন, “৩৭০ ধারার অধীনে কীভাবে যে আমার মা মেহবুবা মুফতি কাটিয়েছেন তা আমি বলে বোঝাতে পারবো না”। তাঁর মায়ের বিরুদ্ধে জননিরাপত্তা আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে, এই কথা শোনার পরেই ওই টুইট করেন ইলতিজা।

