মেটিক্যাফ হলে চলছে সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রির ক্র্যাফট প্রদর্শনী ও বিক্রয় ২১সে ফেব্রুয়ারী – ২রা মাৰ্চ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :’মেটক্যাফ হলে’ চলছে প্রদর্শন ও বিক্রয় ২১সে ফেব্রুয়ারী থেকে ২রা পর্যন্ত এর উদ্যোক্তা সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সহিত হ্যান্ডিক্রাফটস ইন এসোসিয়েশনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণীব্রত রায় রিজিওনাল ডিরেক্টর ডিসি(এইচ) ইস্টার্ন রিজিওনাল অফিস একই ছাতার তলায় পাওয়া যাবে পেইন্টিংস আর্টফেক্টস মেটাল ওয়্যার উডক্র্যাফ্ট পটারি স্টোনওয়ার মার্ভেল ক্র্যাফট ফার্নিচার হোম আইটেম হ্যান্ডলুম ইত্যাদি প্রদর্শণী চলা কালীন বাণীব্রতবাবু এক সাক্ষাৎকারে বলেন আমি লক্ষ করলাম এখানে এই প্রদর্শনীতে বিভিন্ন রকম কাঠ লোহা সিলভারের নির্মিত সামগ্রী যা দেখে জুড়িয়ে গেলো রাজ্যের বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে এসেছে নিজেদের হাতে নির্মাণ করা সামগ্রী নিয়ে

