মেট্রোয় মাস্ক পরে করোনা নিয়ে রসিকতা, ৫ বছর জেলের সম্ভাবনা যুবকের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪ : করোনাভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। চিনের হুবেই প্রদেশ এর আঁতুড়ঘর হলেও ভারত-সহ নানা দেশে ছড়িয়েছে এই মারণ রোগ। শুরু হয়েছে তত্পরতা। করোনা যখন ত্রাসের আকার নিয়েছে, তখনই তা নিয়ে রসিকতা করার কড়া মাশুল দিতে হল এক যুবককে। মস্কো মেট্রোতে করোনার উপসর্গ থাকার ভান করে সহযাত্রীদের মধ্যে প্যানিক সৃষ্টি করার অভিযোগে ৫ বছরের জেলের মুখোমুখি সে।CNN-এর খবরে জানা গিয়েছে, সম্প্রতি একটি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মস্কো মেট্রোতে মাস্ক পরা এক ব্যক্তি আচমকা অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। তার বন্ধু তখন সহযাত্রীদের বলতে থাকে যে, ছেলেটি করোনাভাইরাসে আক্রান্ত। এতেই চরম আতঙ্ক ছড়ায় সহযাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, যে প্র্যাংকটি করেছে, তার নাম কারোমাতুল্লো ঝাবোরোভ। সে তাজিকিস্তানের বাসিন্দা। নিজেই ২ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করেছিল সে। ৮ ফেব্রুয়ারি তাকে আটক করে রাশিয়ার পুলিশ। তার বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, তার সর্বোচ্চ সাজা ৫ বছরের কারাদণ্ড। ভিডিয়োটি মুছে দেওয়া হয়েছে। ভিডিয়ো দেখে ধৃতের দুই বন্ধুকেও চিহ্নিত করেছে পুলিশ। তাদের রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক। ধৃতের আইনজীবীর অভিযোগ, সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্র্যাংকের সাহায্য নেয় তাঁর মক্কেল।

