মিলছে ক্লাসরুট বিনামূল্যের বাংলা ভাষায় অ্যাপ উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, সোমবার ২১ মার্চ, কলকাতা প্রেস ক্লাবে ক্লাসরুট নামক এক বিনা পয়সার অ্যাপ নিয়ে এসেছেন একদল নতুন প্রজন্মের ছেলেমেয়ে। মূলত সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরি প্রেক্ষিতে দ্রুত অ্যাপটি প্রকাশ হলো। ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ২৫টি বিষয়ের সহজ সাহায্য থাকবে অ্যাপে, প্রশ্ন করার সুযোগ, যা দ্রুত মীমাংসা করে দেওয়া হবে। বিভিন্ন বিভাগ থাকছে, যেমন বৈঠকখানা, একসাথে অর্থাৎ গ্রুপ স্টাডি করার সুযোগ। বার্তালাপ অর্থাৎ চ্যাট করার নতুন অভিজ্ঞতা।
ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোবে জানিয়েছেন, বিশ্বে ১৫০ কোটি ছাত্রছাত্রী করোনা পরিস্থিতির কারণে শিক্ষা থেকে বঞ্চিত। ভারতের, সংখ্যা প্রায় ৬০ লাখ। সমীক্ষার বাইরেও রয়েছে এক বিশাল সংখ্যা। অন্যতম কারণ, শিক্ষার্থীদের অভিভাবকদের সঠিক চেতনার অভাব, গৃহে শিক্ষার পরিবেশের অভাব, সর্বোপরি অনলাইন শিক্ষাক্রমের অন্যতম উপাদান ইন্টারনেট সংযোগে ঘাটতি। আবার ইন্টারনেটের মূল্যবৃদ্ধিও এক বড় কারণ। ক্লাসরুট অ্যাপের নির্মাণ যাঁদের উদ্যোগে সেই অভিষেক বিশ্বাস ও কৃষ্টি দাস বলেন এখনও এক টাকা খরচ করে করোনা মাস্ক কেনা যখন বিলাসিতা, সেখানে বহুমূল্যের শিক্ষা অ্যাপ কিনে পড়াশুনো করা স্বপ্নেরও অতীত। মুস্কিল আসানে ক্লাসরুট অ্যাপের আত্মপ্রকাশ।

কর্পোরেট শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রান্তিক মানুষের পাশে থেকে ক্লাসরুট রাজ্যের আর্থিক সংকটে আক্রান্ত শিক্ষার্থীদের কাছে আশীর্বাদ। অ্যাপনির্ভর শিক্ষাক্রম যখন করোনা পরিস্থিতিতে স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে, তখন ভবিষ্যত প্রজন্মের মানুষদের শিক্ষিত করার আন্দোলনে ক্লাসরুট হবে সহায়ক। এমনই দাবি, অ্যাপ নির্মাণের বিশ্বকর্মা অভিষেক বিশ্বাসের।

অ্যাপ প্রকল্পে থাকছে না কোনও ব্যবসায়িক বিজ্ঞাপন। নিজেদের খরচে ক্লাস রুট প্রকল্পে।