মহম্মদ কাইফ ও যুবরাজ সিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি কী বার্তা দিলেন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সবাইকে সুস্থ ও সাবধানে থাকার বার্তা দিয়েছেন। এবং করোনাভাইরাস থেকে বাঁচতে কতটা সাবধানতা কী ভাবে নিতে হবে তা নিয়েও বলেছেন তিনি। তাঁকে সমর্থন করতে এগিয়ে এসেছেন সমাজের বিশিষ্টরা। যেমন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁরা আগেই মোদির বার্তার সমর্থনে টুইট ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এ বার সেই তালিকায় নাম জুড়ে গেল মহম্মদ কাইফ (Mohammad Kaif) ও যুবরাজ সিংয়ের Yuvraj Singh)। তাঁরা দু’জনেই করোনাভাই বিরুদ্ধে লড়াইয়ের জন্য মোদির ‘জনতা কার্ফু’ মানার আর্জি জানিয়েছেন। তার জবাবেই মোদির এই অভিনব বার্তা। ক্রিকেট মাঠে তাঁদের বিখ্যাত পার্টনারশিপের কথা কে না জানে। সেটাকেই আরও একবার মনে করিয়ে দিয়েছেন মোদি। এবং লিখেছেন, ‘আরও একটি পার্টনারশিপের সময় এটা। এই দুই অসাধারণ ক্রিকেটারর পার্টনারশিপ আমরা সারাজীবন মনে রাখব।এই সময় গোটা ভারতকে পার্টনার হয়ে উঠতে হবে।”প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার দেশের আনুষের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ২২ মার্চ রবিবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘জনতা কার্ফু’র ঘোষণা করেন। সেদিন প্রত্যেকটি মানুষকে নিজের জন্য কার্ফু ঘোষণা করার আবেদন জানান তিনি।এর পরই যুবরাজ ও কাইফ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সঙ্গবদ্ধ হওয়ার আবেদন জানান।টা দেখে পাল্টা টুইট করেন মোদি। এবং ২০০২-এ ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে যে বিধ্বংসী পার্টনারশিপ ভারতকে জয় এনে দিয়েছিল তা এসেছিল এই দু’জনের ব্যাট থেকে। যেখানে ৩২৬ রানের লক্ষ্যে ভারতের ১৪৬ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। এর পর এই জুটির হাত ধরে ১২১ রান তোলে ভারত। যুবরাজ ৬৯ রানে আউট হন। কাইফ শেষ পর্যন্ত ব্যাট করে ম্যাচ ফিনিশ করেন। শেষ ওভারে দুই উইকেট ও তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। এই সেই বিখ্যাত ম্যাচ যেখানে টি-শার্ট উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের ব্যালকনিতে।

