মৌন স্মরণ সভা এলেন পার্কের মাদার তেরেসা পদদেশে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : মৌন স্মরণ সভা এলেন পার্কের মাদার তেরেসা শনিবার ২৯সে জুন বিকেলে ঝাড়খণ্ডের বাসিন্দা কবরেজ আনসারী (২৪) সে একজন মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাকে জোরকরে জয় শ্রীরাম বলতে বাধ্য করার চেষ্টা করছিলো কিন্তু সে বলেনি তাই তার অকাল মরন ঘটলো তার প্রতিবাদে এই স্মরণ সভা এখানে সকল ধর্মের গুরুরা উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করে. তারা হলো জাবেদ আখতার ডোনা দিকক্সসন মাইনুল হক ডঃ অরুন জ্যোতি ভিক্ষুসহ এলাকার বহু গুণীজন ব্যাক্তিরা