শুভ মহরত হয়ে গেলো ‘ভালবাসা জিতবে’ এন টি ১ স্টুডিওতে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : শুভ মহরত হয়ে গেলো ‘ভালবাসা জিতবে’ এন টি ১ স্টুডিওতে ডিরেক্টর কঙ্কন ভট্টাচার্য্য প্রোডাকশন টলিউড ক্যাম্পাস : অভিনয় করছেন রজতব দত্ত বিশ্বজিৎ চক্রবর্তী অরুন ব্যানার্জী মৌসুমী সাহা গোবিন (মুম্বাই). অন্যদের মধ্যে আছে নবাগত : সাহিন রাজা প্রিয়া রাকিব বিউটি সাহিলী প্ৰত্যয় দীপংকর মিতা মিঠু দেবযানী ঘোষ ও জোসেফ সরকার.এক সংক্ষিপ্ত সাক্ষাৎ ডিরেক্টর / লেখক : কাহিনীকার কঙ্কন ভট্টাচার্য জানালেন গল্পটা একটা প্রেমের কাহিনী তবে এটা ত্রিকোণ প্রেম হলেও এ কাহিনী সাধারণ একটা পরীক্ষার মধ্যে দিয়ে প্রশ্নের মুখে পড়বে. গল্পের সারংশ : অবিনাশ চৌধুরী নামকরা একজন ব্যবসাহী তার স্ত্রী অঞ্জলি দেবী একটু বদমেজাজী ও অহংকারী একমাত্র কন্যা পূজা সুন্দরী সঙ্গে ভালবাসায় জড়িয়ে পরে কলেজের বন্ধু রাজা মল্লিক এ দিকে অন্য কলেজ থেকে ট্রান্সফার নিয়ে প্রেম পুজাদের কলেজে এডমিশন নেয় তার পরেই শুরু হয়ে ভালবাসার লড়াইতে কে জিতবে.

