MYCIRCLE সঙ্গীত শিল্পীদের জন্য একটি নতুন প্লাটফর্ম

নিজস্ব সংবাদদাতা খাবার ২৪: MYCIRCLE একটি নিজস্ব সঙ্গীতের OTT প্লাটফর্ম। সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমীদের জন্য সুখবর। এই প্লাটফর্মের মাধ্যমে প্রখ্যাত, জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি উদীয়মান কন্ঠ শিল্পীদেরও গান, ভিডিও এবং চলচিত্রের গানের পরিবেশন থাকবে, যা বাংলা গানের ধারার একটা নতুন পথ শুরু হবে বলে সমগ্ৰ শিল্পীমহল আশাবাদী। উল্লেখ্য এই উদ্যোগের সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী, তৎসহ জয়তী চক্রবর্তী এবং এক ঝাঁক শিল্পী। শিল্পীদের গান এবং ভিডিও এবার থেকে বিক্ষিপ্ত ভাবে না দেখে এই প্লাটফর্মের মাধ্যমেই দেখা যাবে বলে MyCircle OTT প্লাটফর্মের দাবী।