নবনীতা দেব সেনের স্মৃতিচারণায় ‘দ্য বেঙ্গল’ ও ‘জুবান’ এর যৌথ উদ্যোগ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কলকাতাঃ সদ্যপ্রয়াতা বিশিষ্ট লেখিকা নবনীতা দেবসেনের স্মৃতিচারণায় ‘দ্য বেঙ্গল’এবং ভারতের প্রথম মহিলা পরিচালিত প্রকাশনা সংস্থা ‘জুবান’ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আই সি সি আর এ আয়োজিত হল এক স্মরণসন্ধ্যা। প্রথিতযশা এই লেখিকা কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য বেঙ্গল’ এর প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন।

