নব নির্মিত পিঠাকেয়ারী স্বাস্থ কেন্দ্রের মুখ্য গেটের শুভ উদঘাটন

জয়ন্ত সাহা খবর ২৪: নব নির্মিত পিঠাকেয়ারী স্বাস্থ কেন্দ্রের মুখ্য গেটের শুভ উদঘাটন করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বারাবনি বিধানসভায় তিনটি নতুন এম্বুলেন্স দিয়েছেন তার মধ্যে একটি এম্বুলেন্স রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত দিয়া হয়েছে এই এম্বুলেন্সটি পিঠাকেয়ারী স্বাস্থ কেন্দ্রে থাকবে।এই এম্বুলেন্স এর পরিষেবা সমস্ত রোগী নিতে পারে।যা খরচ অন্য গাড়ি বা এম্বুলেন্স জন্য রোগীদের করতে হয় তার অর্ধেক ভাড়া দিয়ে এই এম্বুলেন্স পাওয়া যাবে।তাছাড়া আজ পিঠা কেয়ারী স্বাস্থ কেন্দ্রে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় করোনা ভাইরাস নিয়ে ডাক্তার, নার্স, ও স্বাস্থ কেন্দ্রের বি.এম.ও.এইচ সঙ্গে একটা বৈঠক করেন।এই অনুষ্ঠান সম্পর্কে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন আজ পিঠাকেয়ারী স্বাস্থ কেন্দ্রের নব নির্মিত মুখ্য গেটের উদঘাটন করা হল, তাছাড়া করোনা ভাইরাস নিয়ে একটা পিঠাকেয়ারী স্বাস্থ কেন্দ্রের ডাক্তার, নার্স, ও বি.এম.ও.এইচ সাথে বৈঠক করা হল,তাতে আলোচনা করা হল তারা এই করোনা ভাইরাস কি কি সতর্কতা নিয়েছে এবং কি কি সচেতন শিবির করা হচ্ছে ও এখন পর্যন্ত কোনো এমন রোগী পাওয়া গেছে কিনা সালানপুর ব্লকে এই সব নিয়ে বৈঠক করা হয়।ও তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারাবনি বিধান সভায় 3টি নতুন এম্বুলেন্স দিয়েছেন তার মধ্যে একটা এম্বুলেন্স রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছে এই এম্বুলেন্স টা পিঠাকেয়ারী স্বাস্থ কেন্দ্রে থাকবে এই এম্বুলেন্স এর পরিসেবা সবাই নিতে পারবে। খুব সামান্য অর্থে এই এম্বুলেন্স সেবা দিয়া হবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়,জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,পিঠাকেয়ারীব স্বাস্থ কেন্দ্রের বি.এম. ও.এইচ সুব্রত সীট, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়, সমাজসেবী ভোলা সিং, অরূপ রক্ষিত,অনিতা দাস সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

