জেলা আইনজীবী সংগঠনের পক্ষ থেকে নারী দিবস ও নারী সুরক্ষা কে মাথায় রেখে শনিবার আয়েজিত করা হয় মৌন মিছিল…..

জয়ন্ত সাহা খবর ২৪: জেলা আইনজীবী সংগঠনের পক্ষ থেকে নারী দিবস ও নারী সুরক্ষা কে মাথায় রেখে শনিবার আয়েজিত করা হয় মৌন মিছিল….. নারী দিবস উপলক্ষে নারীদের সচেতনতা বাড়াতে আইনজীবীদের মৌন মিছিল ।আসানসোল কোট থেকে রবীন্দ্র ভবনে প্রজন্ত এই মিছিলে হাঁটলেন আসানসোল জেলা আদালতে বেস কিছু আইনজীবী । পুরুষ দের সাথে নারীরা সমান ভাবে কাজ করে চলেছেন,নারীদের ও সমান অধিকার রয়েছে, এই সচেতনতা বাড়াতে নারী দিবস কে সামনে রেখে এই মৌন মিছিল বলে জানা গেছে ।

