‘নারী শক্তি প্রাণ শক্তি ও শারদ শ্রেষ্ঠ মুখ’

খবর ২৪ : কলকাতা শরতের আনন্দে নতুন ভাবনা উঠে আসে উৎসবের প্রেরণা ও উদ্যোগ এই উদ্যোগেরই অংশ টলিউড ওয়াক ইভেন্টসের নিবেদন নারী শক্তি প্রাণ শক্তি ও শারদ শ্রেষ্ঠ মুখ নারী শক্তির পূজা অর্চনার সাথে সাথে বঙ্গের নবরূপে শ্রেষ্ঠ মুখ বেছে নেওয়ার পাশে নিষিদ্ধ পল্লীর নারীদের বিশেষ পরিচয় এবং সম্মাননা প্রদান ও শিশুদের জন্য শর্করা মুক্ত পরিবেশর লক্ষে এই প্রয়াস জানিয়েছেন উদ্যোক্তা স্বপ্নদ্বীপ সরকার. এদিকে সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিল অভিনেত্রী মাধবী মুখার্জী বিধায়ক জাবেদ খানসহ প্রতিভা ময়ী পরিবেশর