ন্যাশানাল ক্যান্সার সার্ভিভরস দিবস পালম করল ডি এস রিসার্চ সেন্টার

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: ন্যাশনাল ক্যান্সার সার্ভিভরস দিবস পালম করল ডি এস রিসার্চ সেন্টার শনিবার ১লা জুন. এই দিন সেন্টারে হাজির হয়েছিলো ১০/১২ জন ক্যান্সার রোগী যারা ধীরে ধীরে ক্যান্সার থেকে মূক্তি পেতে চলেছে আবার কেহ কেহ সম্পূর্ণ মুক্তি পেয়ে সাধারণ জীবন-ধারন করছেন. তারা মনে করেন এই রিসার্চ সেন্টারের কর্নধার ডাঃ অনির্বান ভট্টাচার্য আমাদের ভগবান এবং এখানকার কর্মীরা. এখানে চ্চিকিৎসা প্রাপ্ত রুগীরা বলেন এখানে অসুধের দাম বেশী যদি সরকারি তরফ থেকে কিছুটা সাহায্য করে তাহলে সেন্টার আমাদেরকেও কম দামে অসুধ দিতে পারে.ডাঃ অনির্বান ভট্টাচার্য এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান আমার সংস্থা থেকে অসুধ তৈয়ারী করা হয় আয়ুর্বেদিক পদ্ধতিতে এক্ষেত্রে খরচ অনেক বেশী. সরকারী সাহায্য পেলে আমরাও অসুধের দাম কমাবো. উপস্থিত ক্যান্সারে আক্রান্ত রুগীরা একটি পদযাত্রায় সামিল হয়.

