রিয়ার বাড়িতে সাতসকালে হানা দিল NCB, স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও তল্লাশি

নিজস্ব সংবাদদাতা খবর ২৪:সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নতুন মোড়৷ এবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং অভিনেতার হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(NCB)৷ সুশান্ত মৃত্যুর তদন্তে নেমে মাদক যোগ পাওয়ার পরই তদন্তে যুক্ত হয় এনসিবি৷ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলাও করেছে তারা৷ ইতিমধ্যে রিয়ার ভাই শৌভিকের পরিচিত কয়েকজন মাদক কারবারীকে গ্রেফতারও করেছে এনসিবি৷এ দিন সাতসকালে রিয়া এবং স্যামুয়েলের বাড়িতে হানা দেয় এনসিবি-র আলাদা আলাদা দল৷ তদন্তকারী এক অফিসার অবশ্য দাবি করেছেন, তদন্তের নিয়ম মেনেই এই অভিযান চালানো হয়েছে৷ এনসিবি তদন্তকারীরা বিষয়টি লঘু করে দেখাতে চাইলেও এনসিবি হানার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷সূত্রের খবর, সুশান্ত মৃত্যু মামলার তদন্তে নামার পর গত কয়েকদিনে যে কয়েকজন মাদক কারবারীকে এনসিবি গ্রেফতার করেছে, তাদের জেরা করে রিয়ার ভাই শৌভিকের নাম উঠে এসেছে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত কিছু পাওয়া যায় কিনা, সেই লক্ষ্যেই এ দিন অভিযান চালানো হয় বলে খবর৷সংবাদসংস্থা আইএনএস-এর খবর অনুযায়ী, ধৃত দুই মাদক কারবারী আব্বাস লাখানি এবং করণ অরোরাকে জেরা করে এনসিবি-র তদন্তকারীরা বলিউডের একাধিক নামী ব্যক্তিত্বের সঙ্গে মাদক যোগের সূত্র পেয়েছেন৷তদন্তে উঠে আসা এই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করেই আগামী কয়েকদিনের মধ্যে এনসিবি মুম্বই সহ দেশের মেট্রো শহরগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামতে চলেছে বলে খবর৷