নেহা কক্করের মুখোমুখি হিমাংশু কোহলী, মুখ খুললেন ব্রেকআপ নিয়ে

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর (Neha Kakkar) প্রায়শই তাঁর মিষ্টি কণ্ঠস্বর ও গানের জন্য শিরোনামে থাকেন। তাঁর গানগুলি সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল। তবে সম্প্রতি নেহা শুধু গানের জন্য নয় তাঁর ব্রেকআপের জন্য শিরোনামে স্থান পেয়েছেন। কিছু দিন আগেই হিমাংশু কোহলী (Himansh Kohli) ও নেহা কক্করের সম্পর্কের মধ্যে ভাঙন ধরে, এরপর নেহা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনপ্রিয় রিয়ালিটি শো-তে নিজের দুঃখের কথা জানান। তবে হিমাংশু কোহলী-র পক্ষ থেকে কোনও কথা শোনা যায়নি। এবার মুখ খুললেন জনপ্রিয় গায়ক হিমাংশু কোহলী, তিনি জানিয়েছেন, নেহাকে নাকি হিমাংশু বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু নেহা নিজেই এই সম্পর্ক ভাঙেন। তাঁর মতে তিনি চুপ করে আছেন বলে, সবাই তাঁকে ভুল বুঝছে।

