বিয়ের পর প্রথম করবা চৌথ, গান গেয়ে স্বামীর মুখ দেখলেন নেহা !

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: প্রথমে লোকে ভেবেছিল নেহা এবারও বিয়ে নিয়ে পাবলিটি স্টান্ট দিচ্ছেন ৷ কারণ, এর আগেও নেহা বহুবার নিজের বিয়ে নিয়ে বার বার খবরে এসেছেন, আবার পড়ে শোনা গিয়েছে, নেহার এই বিয়েটা একেবারেই পাবলিসিটির জন্য ৷ তবে এবারটা একেবারে সবাইকে চমকেই দিলেন নেহা ৷ প্রথম ভিডিও প্রকাশ করে, পরে একটার পর একটা জমকালো ছবি পোস্ট করে নেহা বুঝিয়ে দিলেন, তাঁর এই বিয়েটা একেবারে একশো শতাংশ সত্যি ৷ আর রোহনপ্রীতই তাঁর জীবনসঙ্গী !এর আগে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে বহুবার নেহার নাম জুড়ে গিয়েছিল ৷ এমনকী, রটে গিয়েছিল আদিত্য-র সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন নেহা ৷ এমনকী, দু’জনের বিয়ে নিয়েও গুঞ্জন রটেছিল৷ তবে সে খবর যে একেবারেই গুজব, তা স্পষ্টই জানিয়ে ছিলেন নেহা ও আদিত্য ৷রোহনপ্রীতের সঙ্গে বিয়ের পর এটাই প্রথম করবা চৌথ নেহার৷ তাই এই দিনটাকে স্পেশাল করে তুলতে নেহা সাহায্য নিলেন স্পেশাল গানের ৷ হাতে আলতা রাঙিয়ে ৷ লাল পোশাকে, বর রোহনকে সঙ্গে নিয়ে গানের মধ্যে দিয়েই স্বামীর মুখ দেখলেন নেহা ৷সেই গানের ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার হতে তুমুল ভাইরাল ৷

