নিউ জিল্যান্ড vs ইন্ডিয়া 1st ODI Live: নিউজিল্যান্ডের সামনে ৩৪৮ রানের টার্গেট

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: দুই নবাগত ওপেনার প্রথম দিনই ব্যাট হাতে বড় কিছু করে দেখাতে পারলেন না। পৃথ্বী শ ২০ ও মায়াঙ্ক আগরওয়াল ৩২ রান করেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। এ দিনই সিনিয়র ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক হল দুই ওপেনারের। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা না থাকায় নতুন জুটিই তৈরি করার পথে হাঁটতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আশা করাই যায় তাঁরা আরও সুযোগ পাবেন। দুই ওপেনার ফিরে গেলে ভারতীয় ইনিংসের হাল ধরেন অধিনায়ক VIrat Kohli ও Shreyas Iyer। বিরাট ৬৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকা‌ন শ্রেয়াস আয়ার। ১০৭ বলে ১১টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে ১০৩ রান করেন তিনি। চার নম্বরের সমস্যা হয়তো এ বার মেটাতে চলেছেন তিনিই। এ দিন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন লোকেশ রাহুল। সেখানেও তিনি তাঁর ফর্ম ধরে রাখলেন। ৮৮ রানে অপরাজিত থাকলেন। ৫০ ওভারে ৩৪৭-৪-এ থামল ভারত।