নির্ভয়া কেস : ফাঁসি রদে ১ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে সমস্ত আইনি চেষ্টা, বলল দিল্লি আদালত

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: Case) ৪ অপরাধী। একের পর এক আইনি আবেদন করে তাঁরা এই নিয়ে দুবার তাদের ফাঁসির সাজার দিন পিছিয়ে দিতে সফল হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? প্রশ্ন নির্ভয়ার বাবা-মায়ের, প্রশ্ন দেশের অসংখ্য মানুষের, যাঁরা দিল্লি গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর আসামিদের নির্মমতায় শিউরে উঠেছিলেন। ঠিক এই সময় দিল্লি আদালত (Delhi High Court) জানাল, নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৪ আসামি তাঁদের ফাঁসি রদের চেষ্টা করতে আর ১ সপ্তাহ সময় পাবে, তার মধ্যেই তাদের (Nirbhaya Convicts) সমস্ত আইনি প্রচেষ্টা শেষ করতে হবে। এরপরেই ওই অপরাধীদের ফাঁসি কার্যকর করা সংক্রান্ত মামলার শুনানি শুরু করবে আদালত। যেভাবে দিনের পর দিন নির্ভয়া কাণ্ডের ৪ আসামি ফাঁসি পিছিয়ে দেওয়ার জন্যে নানারকম ফিকির খুঁজছে তার বিরুদ্ধেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা আবেদনে ওই রায় দিল আদালত।তবে কেন্দ্রের করা আরেকটি আবেদন খারিজ করে দিয়ে দিল্লি আদালত জানিয়েছে, আলাদা আলাদা ভাবে নয়, একই সঙ্গে ফাঁসি কার্যকর করা উচিত ওই ৪ আসামির। আদালত বলেছে, “দিল্লি কারাগারের বিধি অনুসারে যদি কোনও আসামির ক্ষমা প্রার্থনার আবেদনের বিষয়ে জবাব আসা বাকি থাকে, তবে অন্য দোষীদের ফাঁসি কার্যকর করা সম্ভব নয়।” আদালত আরও বলে, “যেহেতু সুপ্রিম কোর্ট ওই ৪ জনের সম্বন্ধে একই রায় দিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে তাই সমস্ত দোষীদের মৃত্যুদণ্ড একইসঙ্গে কার্যকর হওয়া উচিত,পৃথকভাবে নয়”।