নির্ভয়া কেস : মঙ্গলবার ৪ আসামির পৃথক ফাঁসির আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়া দিল্লি: পৃথকভাবে ফাঁসি দেওয়া হোক নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) অভিযুক্তদের, কেন্দ্রের এই আবেদনের শুনানি আগামী মঙ্গলবার হতে চলেছে, জানাল সুপ্রিম কোর্ট। ক্রমশই দীর্ঘসূত্রিতা হচ্ছে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে। তাই ওই অপরাধীদের প্রয়োজনে আলাদা দিনে ফাঁসি দেওয়া হোক, এই আবেদন করে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। এর আগে ওই ৪ অপরাধীর (Nirbhaya Convicts) ফাঁসি কার্যকর করার বিষয়ে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দেয় দিল্লি আদালত। দিল্লি হাইকোর্টের রায়কে ওই আদেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সরকার। সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা বলেন, “দেশ যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সুপ্রিম কোর্টকে প্রয়োজনে এ নিয়ে আইন করতে হবে। সরকার চেয়েছিল এই চার আসামির কাছে আলাদা করে নোটিস পাঠানো হোক। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি আর ভানুমথির নেতৃত্বাধীন বেঞ্চ সরকারের এই অনুরোধ খারিজ করে দিয়ে বলে যে, এই বিষয়টি এই মামলাকে আরও বিলম্বিত করবে।