ওঁর মতো মানুষের কারণেই ধর্ষণের শিকাররা সুবিচার পান না”: কার কথা বললেন নির্ভয়ার মা?

নয়া দিল্লি খবর ২৪: “দোষীদের ক্ষমা করুন এবং তাদের ফাঁসি রদ করুন”, নির্ভয়ার মাকে এই পরামর্শ দিয়ে তাঁর রোষে পড়লেন আইনজীবী ইন্দিরা জাইসিং (Indira Jaising)। ২০১২ সালের ডিসেম্বরে একটি চলন্ত বাসে আশা দেবীর মেয়েকে গণধর্ষণ (2012 Delhi Gang Rape) ও নির্যাতন করে দিল্লির রাস্তায় ফেলে দেওয়া হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার। ওই ধর্ষণকাণ্ডের (Nirbhaya Rape Case) মামলার বিচারে দোষীদের ফাঁসির সাজা শোনানো হয়। আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় ৪ সাজাপ্রাপ্তের ফাঁসির সাজা কার্যকর হওয়ার কথা রয়েছে। যেভাবে সনিয়া গান্ধি তাঁর স্বামী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের মধ্যে অন্যতম নলিনী মুরুগানকে ক্ষমা করেছিলেন সেভাবেই নির্ভয়ার মা আশা দেবীকে দোষীদের (Nirbhaya Case) ক্ষমা করার পরামর্শ দেন ওই আইনজীবী, আর তা শুনেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। “ইন্দিরা জাইসিং কীভাবে আমাকে এ জাতীয় পরামর্শ দেওয়ার সাহস করেছেন তা বিশ্বাস করতে পারছি না। কয়েক বছর ধরে আমি সুপ্রিম কোর্টে চক্কর কাটার সময় তাঁর সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে, সেই সময় একবারও তিনি আমার কুশল সংবাদ নেননি অথচ আজ তিনি দোষীদের পক্ষ নিয়ে কথা বলছেন। এ জাতীয় লোকেরা ধর্ষকদের সমর্থন করে নিজেদের জীবিকা নির্বাহ করে। আর এই জন্যেই দেশে ধর্ষণের ঘটনা কমছে না”, সংবাদসংস্থা এএনআইকে বলেন ক্ষুব্ধ আশা দেবী।