“কেন বিহার …?” নীতীশ কুমারের উদ্দেশে কঠিন প্রশ্ন ছুঁড়লেন প্রশান্ত কিশোর

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: পটনা: রাজনৈতিক কৌশলবিদ থেকে মূল রাজনীতির দুনিয়ায় পা রাখা প্রশান্ত কিশোরের ধারালো প্রশ্নের মুখোমুখি জেডিইউ (Janata Dal United) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিছুদিন আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে জনতা দল ইউনাইটেড থেকে বহিষ্কার করা হয় প্রশান্ত কিশোরকে, তাতে কী, দল থেকে বের করে দেওয়া হলেও নীতীশকে ছাড় দিতে রাজি নন তিনি। বিহারের রাজনীতির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে এবার টুইটারে (Prashant Kishor’s Twitter) একাধিক অস্বস্তিকর প্রশ্নে সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Nitish Kumar) আক্রমণ করলেন ওই ক্ষুরধার বুদ্ধির রাজনৈতিক কৌশলবিদ (Prashant Kishor)। বিহারে একসময় তরুণ প্রজন্মকে রাজনীতির পাঠ পড়ানোর জন্যে তৎপর হন প্রশান্ত কিশোর। রাজ্যের কয়েক হাজার তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য “বাত বিহার কী” নামে একটি অনুষ্ঠানও চালু করেন তিনি।এই বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সঙ্গে জোট বাঁচিয়ে রাখতে আদর্শগত দিক থেকে সমঝোতা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অভিযোগ করেন প্রশান্ত কিশোর। বিহারের উন্নয়ন নিয়ে নীতীশ কুমারের দাবিকে নস্যাৎ করে তিনি তীব্র সমালোচনা করেন।‘‘ধন্যবাদ নীতীশ কুমার। শুভাকাঙ্ক্ষা রইল”: বহিষ্কৃত হয়ে প্রশান্ত কিশোর “দলের (জেডিইউ) মতাদর্শ নিয়ে আমার এবং নীতীশজির মধ্যে অনেক আলোচনা হয়েছে। নীতীশ জি আমাদের সবসময় বলেছিলেন যে দল কখনই গান্ধি জির আদর্শ থেকে বিচ্যূত হতে পারে না … তবে এখন দেখা যাচ্ছে দল (জেডিইউ) গান্ধির হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে যাঁরা ছিল তাঁদের সঙ্গে রয়েছে। … আমার মতে কখনোই গান্ধিজি এবং গডসে একসঙ্গে থাকতে পারেন না”, বলেন প্রশান্ত কিশোর।