নতুন রূপে

অনুপ কুমার বর্ধন

 

এ তুমি কেমন তুমি
হাসি মুখে নিলে বিদায়
এ আমি তোমার আমি
চোখের জলে হৃদয় ভাষায়।

আমি দেখেছি তোমাকে
সমুদ্রের জলে ভেসে যেতে
আমি দেখেছি তোমাকে
সমুদ্রের ঢেউয়ের তালে তালে লাফাতে।

সোনা, আমি দেখেছি তোমাকে
আধোচোবা সমুদ্রের জলে
দু’হাত তুলে আনন্দে মাতাল হতে
দেখেছি আমি সমুদ্রের মাঝে
আমাকে জড়িয়ে ছবি তুলতে।

সমুদ্রের গর্জনের তালে তালে
আমি দেখেছি তোমাকে তাল মেলাতে
উৎফুল্ল আনন্দে তোমাকে আমি
আমার মধ্যে তোমাকে পারিনি মেলাতে।

আর তোমার মধ্যে আমাকে
নতুন করে পাবে না খুজে
আমি আগের মতো তোমাকে বারে বারে
তোমাকে নতুন রূপে নতুন ভাবনায়
ফিরে পেতে চাই বারে বারে।