ওই দুটি চোখ

অনুপ কুমার বর্ধন

 

তোমার দু’চোখে ছিল স্বপ্ন
এটা নয় আমার কল্পনা নিন্দুকদের এটা হয়নি সহ্য
করেছে পিছে অনেক জল্পনা।

তোমার চোখের মায়াতে
আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম
তোমার অভাবের ছায়াতে
এ কোন মায়ার জালে জড়ালাম।

তোমার দু আঁখির কোল জুড়ে
নামে যখন শ্রাবণের ধারা
কষ্ট পেয়েছো ভেবে আমার
চোখে নেমে আসে ঝরনার ধারা।

শম্পা তোমার সরল চাহনিতে ছিল
অনেক না বলা কথা
চঞ্চল নয়নে ছিল তোমার
স্বার্থান্বেষী মানুষের আঘাত হানা ব্যথা।

তোমার তীর্যক চোখের আড়ালে
অনেক কিছু ঢাকা থাকতো
আমার কাছে জিতবে বলে
চোখ দুটো থাকতো শান্ত।