ন্যাশনাল ডক্টরস ডে-তে দেশের আসল হিরোদের ধন্যবাদ জানালেন যুবরাজ-রোহিত

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: যুবরাজ সিং (Yuvraj Singh) ও রোহিত শর্মা (Rohit Sharma) ন্যাশনাল ডক্টর ডে-তে (National Doctor’s Day 2020) বুধবার দেশের রিয়েল হিরোদের ধন্যবাদ জানালেন। ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং ডাক্তারদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘‘আমাদের রিয়েল হিরোদের জন্য, সমাজের প্রতি আপনাদের একাগ্রতার জন্য ধন্যবাদ, বিশেষ করে এই কঠিন সময়ে। আপনাদের এই অসাধারণ কাজের জন্য অনেক প্রশংসা। আপনারা নিঃস্বার্থ, সমবেদনা ও ভালবাসার প্রতিমূর্তি। #HappyDoctorsDay!” ভিডিওতে যুবরাজ বলছেন, ‘‘ খুব স্পেশ্যাল দিন। আমি বলতে চাই হ্যাপি ডক্টরস ডে সমাজের রিয়েল হিরোদের। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি ওঁরাই আসল হিরো। আমাদের ওদের কাজের প্রশংসা করতে হবে যাঁরা নিজেদের জীবনকে বিপন্ন করে আমাদের বাঁচিয়েছে। এর পর থেকে যখনই কোনও ডাক্তারকে দেখবেন তাঁকে হাততালি দিয়ে প্রশংসা করবেন। বিগ স্যালুট তাঁদের জন্য।”ভারতীয় ওডিআই দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা টুইটে লেখেন, ‘‘আমরা সবাই জানি আমাদের ডাক্তারদের অবদান ও সাহস যা তাঁরা এই কঠিন সময়ে দেখিয়েছেন। তাঁদের সেই অবদান আমাদের জন্য কতটা তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি শুধু তাঁদের শুভেচ্ছা জানাতে চাই। সব মানুষের কাছে আমার একটাই অনুরোধ সব নিয়ম মেনে চলে তাঁদের কাজকে কিছু সহজ করুন। #NationalDoctorsDay ” ১ জুলাই প্রতিবছর ন্যাশনাল ডক্টর ডে পালন করা হয় তাঁদের কাজকে স্যালুট করার জন্য। প্রথম ডক্টরস ডে পালন হয়েছিল ১৯৯১-এর জুলাইয়ে। এই পরিস্থিতিতে দিন-রাত এক করে এই ডাক্তাররাই মানুষের সেবায় নিজেদের পুরোটা দিয়ে দিয়েছেন।১ জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন। দেশের সেরা ফিজিশিয়ানের জন্মদিনকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়।