on-this-day-in-2019-england-became-world-champions

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আজ থেকে ঠিক এক বছর আগের ঘটনা। বিশ্ব ক্রিকেটের একটা সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। ৫০ ওভারের মেনস ক্রিকেট বিশ্বকাপ সেদিন নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এক তো ইংল্যান্ডের ঘরের মাঠে খেলা অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ জয়। ইংল্যান্ডের কাছে ছিল ঐতিহাসিক মুহূর্ত। নিউজিল্যান্ডের সামনেও ছিল প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি। তার আগের বিশ্বকাপেও তাদের রানার্স হতে হয়েছিল। কিন্তু কিউইদের শেষটা ভালো হয়নি এক অদ্ভুত নিয়মের মধ্যে পড়ে। লর্ডসে সেদিন লেখা হয়েছিল এক অন্য কাহিনি। সুপার ওভারে গিয়েছিল ম্যাচ। সুপার ওভারে দুই দলই ১৫ করে রান করে কিন্তু ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয় কারণ বিশ্বকাপ ফাইনালে তারা নিউজিল্যান্ডের থেকে বেশি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ফাইনালে ইংল্যান্ড ২৬টি বাউন্ডারি মেরেছিল সেখানে নিউজিল্যান্ডের বাউন্ডারির সংখ্যা ছিল ১৭। সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে ছিল নিউজিল্যান্ড।২০১৫ বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে খেলেছিল নিউজিল্যান্ড। সেবার অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে ফাইনাল হেরে গিয়েছিল তারা।২০১৯ ফাইনালে নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাট করে ৫০ ২৪১-৮-এ থেমেছিল তারা। ইংল্যান্ডকে জিততে হলে ৫০ ওভারে ২৪২ রান করতে হত। একদিনের ক্রিকেটে এখন আর এটা বিরাট কোনও রান নয়। তবে ২০১৯ বিশ্বকাপ খুব একটা হাই স্কোরিং ছিল না। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হেনরি নিকোল। তিনি করেছিলেন ৫৫ রান। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট।