৮ সাংসদের সাসপেনশন না তোলা পর্যন্ত রাজসভা বয়কট, এককাট্টা বিরোধীরা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আট জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যসভা বয়কট করবে বিরোধীরা৷ সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে এ ভাবেই এককাট্টা হল বিরোধী দলগুলি৷ রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ এ দিন এ কথা জানিয়েছেন৷একই সঙ্গে গুলাম নবি আজাদ এ দিন দাবি করেছেন, বেসরকারি সংস্থা এবং এফসিআই-ও যাতে ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে চাষিদের থেকে ফসল না কেনে, তা নিশ্চিত করতে একটি বিল আনুক সরকার৷রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তে বিরোধীরা তো বটেই, শাসক শিবিরের সাংসদরাও অখুশি৷ আজাদ বলেন, ‘সংসদ একটি পরিবারের মতো৷ পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতেই পারে৷’বিরোধী দলনেতা অবশ্য স্বীকার করে নিয়েছেন, সংসদে মাইক ভাঙা বা টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোকে তিনিও সমর্থন করেন না৷ যদিও আজাদের দাবি, বিরোধী সাংসদরা যা করেছেন তা দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ৷কংগ্রেস সাংসদ আরও বলেন, সরকারের মধ্য এবং সরকারের সঙ্গে বিরোধী দলগুলির সমন্বয়ের মাধ্যমে সাংসদ চলে৷ কিন্তু কখনওই চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সরকারের সমন্বয়ের মাধ্যমে সংসদ চলতে পারে না৷ তাঁর আরও দাবি, কৃষি বিল ইস্যুতে ১৮টি দল একদিকে ছিল এবং বিজেপি একদিকে৷ তা সত্ত্বেও বিরোধীদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করেই জোর করে এই বিলগুলি পাশ করানো হয়েছে৷

