ওশো কমিউনের পক্ষ থেকে আয়োজিত হল মেডিটেশন ওয়ার্কশপ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ওশো কমিউন কলকাতার পক্ষ থেকে আয়োজিত হল মেডিটেশন ওয়ার্কশপ। শনিবার কলকাতার অবস্থিত বিড়লা প্লানেটরিয়াম-এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওশো কমিউন কলকাতার প্রধান প্রতিনিধি শ্রী বিজয় গুপ্তা ওরফে স্বামী অন্তর হিমালয়, খ্যাতনামা পরিচালক নারায়ণ রায়, বিশিষ্ট টেরো কার্ড রিডার কাব্যা জয়সওয়াল, শ্রীমতী মধু আগরওয়াল সহ অন্যান্যরা।এদিন ৩ঘন্টার এই অনুষ্ঠানটির সূচনা হয় প্রথমে ধর্মসঙ্গীতের মাধ্যমে। একইসঙ্গে ওশো কমিউনের পক্ষ থেকে গৌতম বুদ্ধের চিরন্তন বাণী প্রচার করা হয়। যাতে মানুষের মধ্যে শুদ্ধ চেতনা জাগ্রত হয়। এছাড়াও এদিন এক ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে দেখানো হয় আধ্যাত্মিক গুরু ওশোর দিক দর্শনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপকৃত মানুষের উপলব্ধি। একইসাথে মেডিটেশনের মাধ্যমে শেখানো হয় জীবনে শান্তির দিশা। এদিন স্বামী অন্তর হিমালয় ওরফে বিজয় গুপ্তা জানান,’ নিজের মনে অনুভবের কিরণ নিজে থেকে তৈরি করতে হবে। সব কিছুকে ভালোবেসে গ্রহণ করতে শিখলে জীবনে শান্তি নিজেই আসবে।’ অগণিত মানুষের ভিড়ে বুদ্ধপূর্ণিমার দিনে ওশো কমিউনের আয়োজিত এই মেডিটেশন ওয়ার্কশপ রীতিমত স্মরণীয় হয়ে রইল।

