প্রশান্ত মহাসাগরে ৩২ দিন ভেসে উদ্ধার ৪, মৃত্যু ৮ সঙ্গীর

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: খাদ্য-পানীয় বলতে সম্বল নারকেল আর বৃষ্টির জল। এই মাত্র সম্বল করে ছোট্ট নৌকা আঁকড়ে টানা ৩২ দিন প্রশান্ত মহাসাগরে ভেসে থাকলেন এরা। অবশেষে একটি মাছধরার নৌকার নজরে পড়ায় জীবিত অবস্থায় চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগেই মৃত্যু হয় এদের সঙ্গী আরও আটজনের।পাপুয়া নিউ গিনি থেকে ক্রিসমাস পালন করতে একটা নৌকা করে গত ২২ ডিসেম্বর বেরিয়েছিল এই দলটি। এদের গন্তব্য ছিল ১০০ কিলোমিটার দূরের কারটেরেট আইল্যান্ড। কিন্তু পথে উত্তাল সমুদ্রের কারণে নৌকা উলটে ভেসে যায় বেশ কয়েকজন। বাকিরা নৌকাটিকে সোজা করে তাকে উঠে বসলেও নৌকাটি সঠিক পথে চালানোর আর কোনও উপায় ছিল না।সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে আরও গভীর সমুদ্রে ভেসে যায় তারা। খাবার-জলের অভাবে নৌকাতেই মৃত্যু হয় এক শিশু-সহ আরও কয়েকজনের। মোট ১২ জনের দলে চারজন প্রাণে বাঁচলেও প্রাণ হারান আটজন। মৃতদেহগুলি সমুদ্রে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না বলে জানিয়েছেন রক্ষা পাওয়া দমিনিক স্ট্যালি।বৃষ্টির জল আর নারকেল খেয়ে ৩২ দিন এভাবে কাটান তারা। অবশেষে গত ২৩ জানুয়ারি একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। উদ্ধার পাওয়া চারজনের মধ্যে ১২ বছরের এক কিশোরী-সহ দু-জন পুরুষ ও এক মহিলা রয়েছেন। সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার একটি হাসপাতালে তাঁদের চিকিত্সা হয়।

