পাইকপাড়া আলোও ফেরা সংস্থার ১৭০ জোড়া গণবিবাহ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: পাইকপাড়া আলোও ফেরা সংস্থা ১৭০ ,জোড়া হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও সাঁওতালদের এক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছেন এলাকার পৌরপিতা গৌতম হালদার তার সঙ্গী সাথীরা শুনুন তাদের কথা আগামী ১৪ই ফেব্রুয়ারী এই অনুষ্ঠান হবে পাইকপাড়া পার্কে ।