পঞ্চাশ বছরে পা দিল চুচূড়া ইউথ অ্যাথেলেটিক ট্রেনিং সেন্টার

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, বুধবার ১৫ই মার্চ, পঞ্চাশ বছরে পা দেওয়া চুচূড়া ইউথ অ্যাথেলেটিক ট্র্নিং সেন্টার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট’স ক্লাবে সাংবাদিক সম্মেলনে সেন্টারের সম্পাদক প্রদীপ ব্যানার্জী জানালেন এই পঞ্চাশ বছরকে কেন্দ্র করে কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। উপস্থিত ছিলেন, প্রজ্ঞা মুখার্জি, প্রভাত শীল, মিতা সাধু খান, মুক্তি সাহা, প্রদীপ কুমার সুর, ও বিশিষ্ট চিত্র শিল্পী শুভাশীষ ভট্টাচার্য্য। চীফ গেস্ট জ্যোৎস্না মুখার্জী সহ আরও অনেকে। গুটি, গুটি পায়ে পঞ্চাশ বছরে পা রেখেছে ট্রেনিং সেন্টার। বেশ কয়েকজন তারকা অ্যাথেলেটের সন্ধান পাওয়া গেছে, তাদের মধ্যে কেহ কেহ আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন। বর্তমান সেন্টারের সম্পাদক প্রদীপ ব্যানার্জী আন্তর্জাতিক স্তরে একজন প্রশিক্ষক, তারই প্রশিক্ষণে উদিয় মান ছেলে-মেয়েরা শিরনানে উঠে এসেছেন।
মঙ্গলবার ক্যালকাটা স্পোর্ট জার্নালিস্ট ক্লাবে মিলিত হয়েছিল, অর্জুন পুরস্কার প্রাপ্ত জ্যোৎস্না দত্ত ও বিশ্ব কাপার মুক্তি সাহা বলেন যে কোনো খেলায় অ্যাথেলেট ছাড়া বড় হওয়ার স্বপ্ন তাদের কাছে পৌছায়না। বাংলাকে অন্য স্তরে গ্রামের ছেলে-মেয়েরা নিয়ে গেছে। চুচুড়ার এই ক্লাব নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার প্রসার বাড়িয়েছে। প্রদীপ দত্ত জানান পঁচিশ বছরের অনুষ্ঠান শুরু হবে, ১লা বৈশাখ সকালে দৌড় চন্দননগর ও চুচুড়ার বিভিন্ন প্রান্তে যাবে, চলবে নানা অনুষ্ঠান। ক্রীড়া পাঠাগার উদ্বোধন, জ্যোতিষ ঘোষ নামাঙ্কিত ছাত্রাবাসের সূচনা। শিশু ক্রীড়া, রক্তদানে শিবির। জানা গেলো, সেন্টারে ছয় বছর বয়স থেকে ছেলে-মেয়েরা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়। প্রথম শিক্ষক লক্ষ করে তাদের শিক্ষার মনভাব কি সেদিকটা দেখে তার শিক্ষার সুযোগ দেওয়া হয়।
সেন্টারের নিজস্ব জমি আছে এবং ড্রেসিং রুমের ব্যবস্থা আছে।
আধুনিক প্রযুক্তি বিদ্যাকে সবার কাছে পৌঁছে দেবার জন্য অডিও ভিজুয়াল রুমে শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পেয়ে থাকে।

