পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি এটা একটা নাম উজ্জীবন – ২০১৯

সত্যজিৎ চক্রবর্তী: কোলকাতা রোটারী সদনে ডাঃ সৌম্য ভট্টাচার্য্য হেমোটোলজিস্ট এপেলো হাসপাতালের কয়েকজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুগীদের কথা বলেন তিনি এই রুগীদের চিকিৎসা করেন এতে বর্তমানে আস্তে আস্তে সুস্থ হচ্ছে কারন ডাঃ ভট্টাচার্য্য বলেন হে ব্লাডে ক্যান্সারের আক্রান্তকে সঠিক ভাবে কন্ট্রোলে রেখে চিকিৎসা করলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে তেমনই কয়েকজন সদনে উপস্থিত ছিল শুনুন ডাক্তার বাবু ও রুগীরা কি বলছে বিশিষ্ঠ সিনেমা জগতের ও নাটকের সিল্পী মনোজ মিত্র সহ কয়েকজন আস্তে আস্তে ভালো হতে চলেছে রুগী রা –