“আপনাদের সঙ্গে গোটা ভারত উৎসব করছে”: অসমে বোরো শান্তি চুক্তি বিষয়ে মোদি

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: কোকড়াঝাড়: বোরো চুক্তি সম্পন্ন হওয়ার পর এই প্রথম অসম (Assam) সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সেখানে গিয়ে বোরো অঞ্চলের মানুষকে সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অসমের বোরো অধ্যুষিত শহর কোকড়াঝাড়ে (Kokrajhar) আয়োজিত একটি মেগা সমাবেশে যোগ দিয়ে তিনি (Narendra Modi) বলেন, “সমগ্র ভারত আপনাদের (বোরো উপজাতি) ধন্যবাদ জানাচ্ছে এবং আপনাদের সঙ্গে সঙ্গে গোটা দেশও উদযাপন করছে। কারণ আপনারা সকলেই শান্তিতে থাকতে চেয়েছিলেন এবং শক্তিশালী ভারত গড়ার পক্ষে আপনারও অবদান রাখতে রাজি হয়েছিলেন।” শুধু বোরো চুক্তিই নয়, সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পরেও এই প্রথম সে রাজ্যে পা রাখলেন মোদি। সিএএ-র বিরুদ্ধে গোটা দেশের মতো অসমেও বিক্ষোভের আগুন জ্বলে। নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদকে কেন্দ্র করে যে হানাহানি হয়, তাতে অসমে প্রাণ হারান ৩ জন।প্রধানমন্ত্রী বলেন, “কয়েক দশক ধরে এখানে বন্দুকযুদ্ধ চলছিল। এখন অসমে এই শান্তির পরিবেশ যেন একটি ঐতিহাসিক মুহূর্ত। পুরো দেশ যখন মহাত্মা গান্ধির ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করছে তখন এ রাজ্য এই অসাধ্য সাধন করেছে, এটা সত্যিই এক বিস্ময়কর ঘটনা।”