করোনা সংক্রমিত প্রণব মুখোপাধ্যায়, টুইটে জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা খবর ২৪:করোনা সংক্রমিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee tested Covid-19 positive)। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। তাঁর টুইট, “অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আবেদন গত কয়েকদিনে, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন নিজেকে কোয়ারান্টাইন করুন।” এদিকে, তাঁর সংক্রমণের খবর চাউর হতে টুইটে আরোগ্য কামনা করে শুভেচ্ছা পাঠাতে শুরু করেন রাজনীতিবিদরা। দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM Arvind Kejriwal) অরবিন্দ কেজরিওয়াল লেখেন, “নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি।” দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় মাকেন লিখেছেন, “আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।”কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল লেখেন, “আমি আশাবাদী উনি দ্রুত এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।” কর্নাটক কংগ্রেসের পরিচিত মুখ ডিকে শিবকুমার লেখেন, “প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।” এদিকে, ভারতে অব্যাহত করোনা ভাইরাসের দাপট। এপর্যন্ত ওই মারণ রোগের কবলে পড়েছেন দেশের ২২ লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই মোট ৪৪,৩৮৬ জনের প্রাণ কেড়েছে করোনা। তবে আশার কথা এটাই যে, এদেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৯% শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সোমবার সকালে যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২,০০০ এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৫.৩ লক্ষের বেশি কোভিড রোগী সুস্থ জীবনে ফিরে গেছেন। সোমবার সকালে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৯.৩৩ শতাংশ।