প্রেমের সব রং নিয়ে বিকশিত স্বপ্ন অনিকেত

অনুপ কুমার বর্ধন খবর ২৪ কোলকাতা : কলকাতা বইমেলায় প্রকাশিত হলো কবি অঞ্জন ভট্টাচার্য-র দ্বিতীয় কবিতা সংকলন স্বপ্ন অনিকেত। অসাধারণ ও আকর্ষণীয় প্রচ্ছদ দেখেই বোঝা যায় যে এই সংকলনের পাতায় পাতায় রয়েছে প্রেম। প্রতিটি কবিতা ভাবনা ও শব্দ বিন্যাসের ক্ষেত্রে একটি অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অঞ্জনের কবিতা গুলিতে ফুটে উঠেছে প্রেমের নানা দিক, আনন্দ বিষাদ অনুরাগ অভিমান বিরহ বিদ্রোহ ছলনা সবদিক ধরা পড়েছে দুই মলাটের মধ্যে। অঞ্জনের লেখনীর মধ্যে এক অদ্ভুত সাবলীলতা আছে, সে গদ্য কবিতা হোক বা পদ্য কবিতা, নিটোল ছন্দে এগিয়ে চলে…। কবিতার মধ্যে দিয়ে গল্প বলার বা বার্তা দেবার প্রয়াস সত্যিই প্রশংসনীয়। পয়তাল্লিশটি কবিতা সমৃদ্ধ বইটিতে প্রথম কবিতা “তুমি” প্রেমিক হৃদয়ের আবেগের প্রকাশ, তেমন ভাবেই “ফিরে আয়” কবিতাটির মধ্যে আছে এক প্রবল আকুতি। বর্তমান সমাজে অনেক ক্ষেত্রেই প্রেমের গভীরতাকে উপেক্ষা করে সাময়িক আনন্দ উপভোগের যে প্রবনতা দেখা যায়, তা ছবির মত ফুটে উঠেছে “প্রহসন” কবিতাটিতে। “স্বপ্ন কবর” কবিতায় প্রকাশ পেয়েছে এক গভীর বিষাদ, আত্মত্যাগের প্রকাশ হলো “ফল্গু” কবিতায়। “অলীক দাবি” তে ধরা পড়লো প্রেমের এক অভিনব ভাবনা, “ক্ষতিটুকুই লাভ” কবিতার শেষ দুটি লাইন মনকে নাড়া দিয়ে উঠলো। অলব্ধ, জিজ্ঞাসা, অভি-লাষী, গাণিতিক প্রেম, আড়ি, বিপরীত, পরিনতি কবিতা গুলি একদম ভিন্ন স্বাদের। একেবারে শেষ কবিতা “স্বপ্ন অনিকেত” এর নামেই সংকলনটির নামকরণ যথাযথ। কবিতা গুলি একবার পড়লে বারবার পড়তে ইচ্ছা হয়। স্বপ্ন অনিকেত কে ঘিরে পাঠকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। পাঠকের মনে স্বপ্ন অনিকেত ও তার স্রষ্টা অঞ্জন ভট্টাচার্য একটি বিশেষ স্থান পাবে আশা করা যায়।

