পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুত থাকুন, বিশ্বকে সতর্কবার্তা WHO-র

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: গোটা বিশ্বে করোনা হাহাকার! এখনও বাগে আসেনি মারণ ভাইরাস! তাই গোটা বিশ্বকে আগাম সতর্ক করে পরবর্তী অতিমারির জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।শুক্রবার ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সমস্ত দেশের প্রধানদের প্রতি এই বার্তা দিল হু। বিশ্ব সংস্থার তরফে প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়েছে, ” আমাদের এখন থেকেই পরবর্তী অতিমারির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা অতীতে দেখেছি ভাল স্বাস্থ্য পরিকাঠামো থাকলে খুব সহজেই সার্স এবং কোভিডের মোকাবিলা করা সম্ভব।”হু জানায়, সুস্থ পৃথীবি তখনই সম্ভব যখন প্রতিটি দেশ স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার বিষয়ে নজর দেবে। পাশাপাশি এও জানায়, কোভিড অতিমারি আমাদের বুঝিয়ে দিল সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্থায়ীত্বের মূল ভিত্তি হল স্বাস্থ্য।শুক্রবার ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে হু-এর বার্তা, সমস্ত দেশের সম্মিলিত চেষ্টায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। চলছে চিকিৎসা ও থেরাপি উন্নত করার নিরন্তর গবেষণা। প্রতিটা দেশ যাতে তার চাহিদা মতো ভ্যাকসিন পায় সে বিষয়েও লক্ষ্য রাখা হবে।

