প্রেস ক্লাব, কলকাতা পুজোর আনন্দে বিশেষ ক্ষমতা সম্পন্নদের হাজির করল

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪:  প্রেস ক্লাব, কলকাতা-র উদ্যোগে এক’শ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে আসন্ন দূর্গা পুজো উপলক্ষে পোষাক বিতরণ করা হল। পোষাক বিতরণে সহযোগিতা করে স্মরণম ফাউন্ডেশন ।এছাড়া সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য বিতরণ করা হল , ডাল, ভোজ্য তেল, চিনি, চিঁড়ে, হলুদ, নুন, বিস্কুট। সেই সঙ্গে করোনা রোধে দেওয়া হল মাস্ক, বিছানার চাদর, শাড়ি, গেঞ্জি, সাবান, নারকেল তেল, চা, ইত্যাদি ।উপস্থিত ছিলেন আলম বাজার রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ। রামকৃষ্ণ মঠের সদস্য সুশান্ত রায়। স্মরণম ফাউন্ডেশনের চেয়ারম্যান অজিত ভার্মা । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর । ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক ।