প্রেস ক্লাবে প্রেস ইনফরমেশন ব্যুরোর ” নারী সন্মান”

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, সোমবার, ৬ই মার্চ, নারী দিবসের দুদিন আগে, কলকাতা প্রেস ক্লাবে প্রেস ইনফরমেশন ব্যুরো মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়োজনে নারী দিবসকে কেন্দ্র করে এক মনোজ্ঞ আলোচনা। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিলো ”মিট দ্য এচিভারস” আলোচনায় অংশ নিয়েছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ড. ধৃতি ব্যানার্জী, এফএআইটিএইচ-র চেয়ারপার্সন, বলেন নারীদের মাত্র এডুকেশনের উপর নির্ভর করলে হবেনা সাবলম্বী ও কর্মক্ষেত্রেও তাদের নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হবে, ড. মধুমিতা দবে, আইসিএমআর-এর ডিরেক্টর ড. শান্তা দত্ত, বিখ্যাত সাঁতারু তাহিরিনা নাসরিন বলেন, লক্ষ স্থির করে সেই লক্ষ্যে পৌঁছবার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং পিআইবি এডিশনাল ডিরেক্টর জেনে নামচু। সকলে বর্তমান সমাজে নারীদের ভূমিকা ও তাদের কাজ, সমাজের প্রতি দায়বদ্ধতা, নারীদের সন্মান রক্ষা এই সব বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে টিভিতে যে সব কুরুচিপূর্ণ মেগা সিরিয়াল দেখানো হয় ও সেখানেও নারী দের সম্পর্কে যে সব ঘটনা দেখানো হয় বা অতিরঞ্জিত করা হয় সেই নিয়ে সকলে বক্তব্য রাখেন ও প্রতিবাদ করেন কেউ কেউ। মঞ্চে সকল অতিথিদের সংবর্ধনা প্ৰদান করা হয়।