Manmohan Singh Birthday: জন্মদিনে মনমোহনের দীর্ঘায়ু কামনা মোদির, ‘আপনার প্রধানমন্ত্রিত্বের অভাব বোধ করছে দেশ,’ ট্যুইট রাহুলের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ অর্থাত্‍ শনিবার মনমোহন সিংয়ের ৮৮তম জন্মদিন৷ তাঁর দীর্ঘায়ু কামনা করলেন মোদি৷২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ ১৯৯১ থেকে ১৯৯৬, তত্‍কালীন প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে ভারতের অর্থনৈতিক সংস্কারে বড় ভূমিকা ছিল তাঁর৷এ দিন মনমোহন সিংকে শুভেচ্ছাবার্তায় মোদি ট্যুইটারে লেখেন, ‘ডক্টর মনমোহন সিংজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি সুস্থ থাকুন ও দীর্ঘায়ু হোন৷’কংগ্রেস নেতা রাহুল গান্ধিও মনমোহনকে সকাল সকাল জন্মদিনের শুভেচ্ছা জানান৷ তিনি ট্যুইট করেন, ‘মনমোহন সিংয়ের মতো প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে ভারত৷ ওঁর সততা, শিষ্ঠাচার ও দেশের জন্য ত্যাগ– আমাদের সবার কাছে অনুপ্রেরণা৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আগামী বছরগুলি খুব ভাল হোক৷’প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ দিন দেশের পরিকল্পনা কমিশনের প্রধান ও RBI-এর গভর্নরও ছিলেন মনমোহন৷