প্রমোটারের হুমকি আটা ভাঙ্গানোর দোকান মালিক ও মালকিনকে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : দীর্ঘ ৫০বছর ধরে আটা কলের দোকান চালিয়ে কোনও মতে জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে রয়েছেন নত্থু লাল গুপ্তা। কলকাতার 23ন ওয়ার্ড অন্তর্গত 23 ন শ্রী ঠাকুর লেনে এ ছোট্ট একটি আটা কলের দোকান রয়েছে রোশনলাল গুপ্তার। দীর্ঘ এক বছর যাবৎ প্রোমোটার অধেষ সিং এর লোকজন হুমকি দিয়ে দোকান খালি করতে বলে। বাড়ির মালিক স্বজন শরাফ ও প্রোমোটার লাগিয়ে নত্থু ও তার পরিবারের সদস্যদের অবিলম্বে দোকান খালি করতে হুমকি দেয়। দোকান খালি করে ওই জায়গায় বেআইনি নির্মাণকাজ করা শুরু করে স্থানীয় প্রোমোটার অধেষ সিং। হুমকিতে কাজ না হওয়ায় প্রাণে মেরে ফেলতে চায়। এই ঘটনার কথা স্থানীয় পৌরপিতা বিজয় ওঝা কে জানিয়েও কোনও লাভ হয়নি। শনিবার গভীর রাতে প্রোমোটারের লোকজন দোকানের পেছনের অংশ ভেঙে দোকান থেকে 30 হাজার টাকা লুঠ করে ও যাবার সময় দোকান খালি করার হুমকি দিতে থাকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে গুপ্তা পরিবার। স্থানীয় পোস্ত থানায় জানিয়েও কনোও লাভ হয়নি। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান নির্যাতিতের পরিবার।