প্রণবানন্দের 125 বছরে কলকাতায় বিরাট ধর্মীয় শোভাযাত্রা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের 125 বছর উপলক্ষে শিবরাত্রির প্রারম্ভে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বের হলো কলকাতার পথে।  আজ বেলা একটা নাগাদ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে এই ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে রাসবিহারী এভিনিউ আশুতোষ মুখার্জি রোড হয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে শেষ হয় ।সেখানে 125 বছর অনুষ্ঠানের সূচনা হয় । শোভাযাত্রায় ছিল ছৌ নাগাদ, লাঠিখেলা, ছোরা খেলা সহ বাঙ্গালার  নানা সংস্কৃতি ও কশরতের নানা দিক।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ চেয়েছিলেন গরীব ও পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর ও স্বাধীন করে তুলতে। সেই আদর্শেই প্রণব আনন্দের একশো পঁচিশ বছরে বেশি করে গ্রামীণ উন্নয়নের ওপর জোর দিচ্ছে সংঘ ।