প্রশাসনিক পর্যালোচনা সভায় কিছু বার্তা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: উত্তরমঙ্গ, ৩০সে সেপ্টেম্বর, বুধবার, সরকার উত্তরবঙ্গের পক্ষে প্রচুর কাজ করেছে।বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে।যেমন–যে সমস্ত চা বাগান শ্রমিকরা এখনও গৃহহীন রয়েছে “চা সুন্দরী” প্রকল্পের আওতায় সরকার বাড়ি বানিয়ে দেবে তাদের। এবং কয়েক মাসের মধ্যেই শুরু হবে এই কাজ এবং আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হবে।উত্তর কন্যা, কন্যাশ্রীর মতো বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প হয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শুরু করা হয়েছে।উত্তরবঙ্গে জুড়ে উন্নয়ন হয়েছে, তবে দেখা গেছে যে সমস্ত মানুষেরা পরিশ্রম করছে তারা তাদের কাজ অনুযায়ী উপযুক্ত গুরুত্ব পায়না, বরং যে সমস্ত মানুষেরা পরিশ্রম করে না এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করে তাদের গুরুত্ব বেশি।কিছু জনকল্যাণমূলক নির্দেশ ও সতর্কতা :-১) কাস্ট সার্টিফিকেট জারি করতে কোনও বিলম্ব করা যাবে না। কারণ দিদি চান না মানুষ যে কষ্ট পায়।২) পর্যটনের বিষয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে, বিশেষত আগামী মাসগুলিতে। বিশেষ করে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং যথাযথ স্যানিটাইজেশন নিশ্চিত করতে হবে।৩)করোনাভাইরাস ব্যাপারে পুজোর দিনগুলো সবাইকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সামান্য অবহেলা ও বড়ো বিপদ আনতে পারে।