প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকারের স্মরণ সভা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হল

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, সোমবার ৬ই মার্চ, ১৯৯৯ থেকে পথ চলা শুরু, ২০২৩ তার ক্রীড়া সাংবাদিকতা জীবনের পথ চলা শেষ হলো হঠাৎ করে। গত ৬ ই ফেব্রুয়ারি সেরিব্রাল অ্যাটাক হয়ে আকস্মিক ভাবে আমাদের ছেড়ে চলে গেলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রয়াত অভিজিৎ সরকারের এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিলো। অভিজিৎ ছিলো সকলের কাছে খুব প্রিয় মানুষ, প্রথমে তার লেখালেখি শুরু প্রত্যহিক সংবাদ, দৈনিক স্টেটসম্যান,গণশক্তি ও পরে বর্তমান পেপারে তার শেষ কর্মজীবন ছিলো। এই দিন তাকে নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সুজিত বসু, আই অফ এ সচিব সুব্রত দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস থেকে দেবাশিস সরকার ,প্রবীর রায় চৌধুরী, সাংবাদিক রাতুল ঘোষ সহ আরো অনেকে। বিভিন্ন ক্রীড়াবিদ থেকে খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক থেকে পরিবারের বন্ধু ও পরিজন সকলেই এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাবের সদস্যরাও। সকলেই অভিজিতের পরিবারের পাশে থাকা ও তার একমাত্র কন্যার লেখাপড়া ও উচ্চ শিক্ষার জন্যে দায়িত্ব ও আশ্বাস দেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় “সকল খেলায় করবে খেলা এই আমি”। যেখানেই থেকো ভালো থেকো অভিজিৎ সরকার।

