পূর্ব মেদিনীপুরে BJMTU-র শ্রমিক সংগঠনের মিছিলের উপর হামলার তীব্র অভিযোগ সাধারন সম্পাদক বৈদ্য দের

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরে বিজেএমটিইউর শ্রমিক সংগঠনের মিছিলের উপর হামলার তীব্র অভিযোগ সাধারন সম্পাদক বৈদ্য দের। তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন, গত ৪ঠা নভেম্বর, তমলুকের এক শান্তিপূর্ণ মিছিলের উপর তৃণমূলের হারমাদ বাহিনী যে ভাবে রড, লাঠি ও কাটারী নিয়ে হামলা করলো, রাজকুমার দেবনাথ (কেটিপিপি) ওসি নীরব দর্শকের মত দাঁড়িয়েছিলেন, এতেই প্রমান হয়, তারই সহযোগিতায় এই হামলা করতে পারল তৃণমূলের সমর্থকরা।বৈদ্য বাবু আরও বলেন, আমাদের মিছিল অমিত সাহ পশ্চিমবঙ্গে আসছে, তাকে স্বাগত জানবার জন্য কিন্তু তৃণমূলের হারমাদ বাহিনী তমলুক থানার ওসি সহযোগিতায় আমাদের কর্মীদের উপর যা করলো তাকে ওসির গুন্ডামী ছাড়া আর কিছু বলা যায়না। সেকারনে হুঁশিয়ারি দিলেন এই ঘটনার পরিপেক্ষিতে যদি আমাদের তমলুক সংগঠনের সভাপতি কাজল শেখের উপর কোনোরকম হামলা হয় আমি এবং আমার সংগঠনের সদস্যরা চুপ করে বসে থাকব না।দেবনাথবাবু আপনাকে দেখে মনে হয় আপনি থানার ওসি নয় তৃণমূল পার্টির সদস্য। রাজকুমারবাবু আপনাকে আগাম হুঁশিয়ার করে দিলাম, আপনি আমাদের সংগঠনের সদস্যদের উপর হামলার সমর্থন করলেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। আগামী দিনে আপনার এলাকায় গিয়ে আপনাকে কিভাবে শায়েস্তা করা যায় সেটা দেখাবো আর ঐ থানায় কিভাবে থাকেন সেটাও দেখাবো কোন উপর ওয়ালা আপনাকে বাঁচায়।

