আর এন টেগোর হাসপাতালে লাঞ্চ হলো কম্প্রেহেনসিভ স্ট্রোক মান্যজমেন্ট প্রোগ্রাম

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ৬ই নভেম্বর বুধবার আজ ওয়ার্ল্ড স্ট্রোক ডে কে সামনে রেখে আর এন টেগোর হসপিটাল পরিচালনায় এক সাংবাদিক সম্মেলনে লাঞ্চ হলো কম্প্রেহেনসিভ স্ট্রোক ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেখানে উপস্থিত ছিলো ডাঃ অম্লান মজুমদার ডাঃ নিতিন মঞ্জুনাথ ডাঃ কৌশিক সুন্দর প্রমুখ শুনুন এই উপলক্ষে কি বলছে : ডাক্তারদের আলোচনার কেন্দ্র বিন্দু কয়েকটি সিমটম নজরে আসবে সেটাকে দেরি নাকরে তাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু করে দিতে হবে কারন যখন ঘটনা ঘটেছে সেই সময় থেকে ৪ ঘটা দেরি হয়ে গেলে রুগীকে বাঁচানো কঠিন হয়ে যেতে পারে.সাইন্স সিটিতে শুরু হয়েছে বিজ্ঞান ভাবনা মেলা এর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন ভিডিও কনফারেন্সর মধ্যে দিয়ে. তারপর এক্সিবিশন প্রাঙ্গন ঘুরে দেখেন উপস্থিত ব্যক্তিরা জানা গেলো বিভিন্ন দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ জন বিজ্ঞানীরা আসছে.

