রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম স্মৃতির স্পটে চিন্ময় প্রকাশিত হলো

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কোলকাতা :রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম স্মৃতির স্পটে চিন্ময় প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিল ইন্দ্রানী সেন কল্যাণ সেন্ট বরাট প্রমুখ অন্যদের মধ্যে ছিলেন আচার্য সঞ্জয় চক্রবর্তী বিজয় রানা প্রসেনজিৎ দে কবিত সেন্ট বরাট তাপস চক্রবর্তী এই এলবামের প্রধান উদ্যোক্তা মালবিকা মুখার্জী তিনি আফসোস করলেন এলবামটি এঞ্জেলা ডিজিটাল করেছে এর জন্য তাদের টিমকে সাধুবাদ জানান পাশাপাশি উপস্থিত গুণীজনদের এই এলবামে ৬টি গান আছে !