কৃষকদের ডাকে আজ ভারত বনধ, দেশ জুড়ে রেল-সড়ক চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: সংসদে পাশ হওয়া নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে তিন দিন ধরে পঞ্জাব এবং হরিয়ানায় রেল রোকো কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা৷ আজ, শুক্রবার গোটা দেশ জুড়ে ৩১টি কৃষক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে৷ আইন করে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেওয়ার দাবিতেই এই বনধের ডাক দিয়েছেন কৃষকরা৷ ফলে এ দিন গোটা দেশেই রেল এবং সড়ক পথে চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে৷ যদিও পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতেই বনধের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা৷সর্বভারতীয় কৃষক সংগঠন, ভারতীয় কিষান ইউনিয়ন, অল ইন্ডিয়া কিষান মহাসঙ্ঘ এবং সর্বভারতীয় কিষান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি দেশজুড়ে বনধের ডাক দিয়েছে৷ কর্ণাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের কৃষকরাও এই বনধে অংশ নিচ্ছেন৷ এআইটিইউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নও এই বনধকে সমর্থন করেছে৷বৃহস্পতিবার কংগ্রেসও জানিয়ে দিয়েছে, তারা এই বনধকে সমর্থন করবে৷ এ ছাড়াও তৃণমূল কংগ্রেস, আপ, এনসিপি, বাম দলগুলি, আরজেডি সহ আঠারোটি বিরোধী দলের পক্ষ থেকে নতুন তিনটি কৃষি বিলে সই না করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করা হয়েছে৷বিক্ষোভ দেখানোর সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কোভিড বিধি মানার জন্য কৃষক সংগঠনগুলির কাছে অনুরোধ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ তিনি জানিয়েছেন, ১৪৪ ধারা ভঙ্গ করলেও কৃষকদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হবে না৷২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরোজপুর ডিভিশন দিয়ে যাতায়াতকারী ১৪ জোরা প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেন বাতিল করেছে রেল৷ আগামী ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷আন্দোলনকারী কৃষকরা যেহেতু দিল্লির দিকে এগিয়ে যেতে পারেন, তাই দিল্লি- হরিয়ানা সীমান্ত সিল করে দেওয়া হতে পারে৷ দিল্লি পুলিশেও চরম সতর্কতা জারি করা হয়েছে৷ নতুন তিনটি কৃষি বিলের বিরোধিতায় এ দিনই পঞ্জাবে তিন ঘণ্টা চাক্কা জ্যামের ডাক দিয়েছে এনডিএ শরিক শিরোমণি অকালি দল৷ গত ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই বিতর্কিত তিনটি কৃষি বিল পাশ হয়ে যায়৷

